ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ধর্ষণ-নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে উদীচীর মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
ধর্ষণ-নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে উদীচীর মানববন্ধন ধর্ষণ-নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে উদীচীর মানববন্ধন

বরিশাল: নোয়াখালী, সিলেট, সাভারসহ সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উদীচী শিল্পীগোষ্ঠীর বরিশাল জেলা সংসদ।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠীর বরিশাল জেলা সংসদের সভাপতি সাইফুর রহমান মিরন।

বক্তব্য রাখেন সনাক বিরশাল জেলা কমিটির সভাপতি প্রফেসর শাহ সাজেদা, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, শিশু সংগঠক শ্রী জীবন কৃষ্ণ দে, গ্রুপ থিয়েটার ফেডারেশনের শুভঙ্কর চক্রবতী, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি কাজী এনায়েত হোসেন শিবলু, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সিচব ড. মনিষা চক্রবর্তী প্রমুখ।

এর আগে উদীচী জেলা সংসদের শিল্পিদের পরিবেশনায় প্রতিবাদী গণসংগীত পরিবেশন করা হয়। মানববন্ধনে বক্তারা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
এমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।