ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ফাঁসির বিধান রেখে দ্রুত মামলা নিষ্পত্তির দাবি খাগড়াছড়িতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
ফাঁসির বিধান রেখে দ্রুত মামলা নিষ্পত্তির দাবি খাগড়াছড়িতে ফাঁসির বিধান রেখে দ্রুত মামলা নিষ্পত্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

খাগড়াছড়ি: ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে খাগড়াছড়ি শহীদ মিনারের সামনে সুজন-সুশাসনের জন্য নাগরিক খাগড়াছড়ি শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সুশীল সমাজের প্রতিনিধি সামাজিক সংগঠন স্বেচ্ছাব্রতী উজ্জীবক ফোরাম, বিকশিত নারী নেটওয়ার্কসহ কয়েকটি সংগঠন একাত্মতা প্রকাশ করে অংশ নেয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সুজন-সুশাসনের জন্য নাগরিকের খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন আহম্মেদ, সদস্য মুহাম্মদ আবু দাউদ।

মানববন্ধনে বক্তারা নারী নির্যাতন দমনে সরকারকে বিশেষ উদ্যোগ নেওয়ার দাবি জানান। একই সঙ্গে সর্বোচ্চ শাস্তি মৃতুদণ্ডের বিধান রেখে দ্রুত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি ও রায় কার্যকরের দাবিও জানান তারা।

এসময় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকতার উদ্দিন মামুন, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী শেফালিকা ত্রিপুরা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার, নারী নেত্রী নমিতা চাকমা, বিকশিত নারী নেটওয়ার্কের সদস্য সচিব প্রতিভা ত্রিপুরা, স্বেচ্ছাব্রতী উজ্জীবক ফোরামের সভাপতি মো. মাঈন উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
এডি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।