ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
বরিশালে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন বামে মানববন্ধন , ডানে সড়কের বেহালদশা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের বাটাজোর-সরিকল ভায়া আগরপুর শিলনদিয়ার সড়ক সংস্কার ও মেরামতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় ভুক্তভোগী পূর্বাঞ্চলের জনগণের ব্যানারে আগরপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অধ্যাপক আব্দুল হাকিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টি বরিশাল জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মোজাম্মেল হক ফিরোজ, ছাত্র নেতা শামিল শাহরোখ তমাল, আব্দুল হক, মো. ফরিদ উদ্দিন, পলাশ সরদার, মাসুম সরদার।
এসময় বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ বছর ধরে এই রাস্তা মেরামতের দাবি জানিয়ে আসছে এলাকার জনগণ কিন্তু সংস্কার হয়নি! বরিশাল থেকে সরিকল ভায়া শিলন্দীয়া রাস্তার মাথায় সড়ক অনুপযুক্ত হওয়ায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। এমনকি, মিশুক, অটো রিকশা, মোটরসাইকেল, ভ্যান চালানো দায় হয়ে পড়েছে।

বক্তারা বলেন, গৌরনদী উপজেলার বাটাজোর, বাবুগঞ্জের আগরপুর ও সরিকলের প্রায় দুই লাখ মানুষ এই সড়ক ব্যবহার করে এবং বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বাড়ি ও তার নামে পাঠাগারে চলাচলের সড়কও এটি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এই রাস্তা সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, এর প্রভাব এ অঞ্চলের মানুষ এবং তাদের জীবন-জীবিকা ও ব্যবসা ওপর প্রভাব পড়েছে। তাই এ অঞ্চলের ভুক্তভোগী জনগণ দ্রুত সময়ে রাস্তা মেরামত এবং সংস্কার করে চলাচল উপযোগী করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারের কাছে দাবি জানান। আগামী ১৫ দিনের মধ্যে রাস্তা সংস্কার কাজ শুরু না হলে জনগণের পক্ষে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।