ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দল-মত ভুলে ধর্ষণের বিরুদ্ধে স্বোচ্চার হতে হবে: সুজন 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
দল-মত ভুলে ধর্ষণের বিরুদ্ধে স্বোচ্চার হতে হবে: সুজন 

ফেনী: ধর্ষণ-নিপীড়নসহ যেকোন ধরনের অপরাধ সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। এসব ক্ষেত্রে দল-মত ভুলে নাগরিকদের স্বোচ্চার হতে হবে।

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড অবিলম্বে কার্যকর এবং দেশব্যাপী ক্রমবর্ধমান নারী নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফেনী জেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন অংশ নেন।  

সুজন ফেনীর সভাপতি অ্যাডভোকেট লক্ষন বণিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মোতালেব, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইকবাল আলম।

এছাড়া মানববন্ধনে আরও বক্তব্য রাখেন যমুনা টিভি ও আমাদের সময় প্রতিনিধি আরএম আরিফ রহমান, দৈনিক স্টার লাইন সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর দেবনাথ, সুজন ফেনী পৌর কমিটির সভাপতি জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক ইমন উল হক, ছাগলনাইয়া উপজেলা সুজনের সাধারণ সম্পাদক আউয়াল চৌধুরী, পূবালী সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান সমন্বয়ক সমর জিৎ দাস টুটুল, সংগীত শিল্পী শান্তি চৌধুরী, নাট্য সংগঠক ইকবাল আহমদ পরান, ইয়ুথ জার্নালিস্ট ফোরামের সভাপতি শাহজালাল ভূঁইয়া, বন্ধুর বন্ধন সাধারণ সম্পাদক জি এম তাজউদ্দিন পলাশ, ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন রবিন, সহায় সভাপতি মঞ্জিলা মিমি, ফেনীর প্রথম আলো বন্ধুসভার সভাপতি শেখ আশিকুন্নবী সজিব, বিডিক্লিন সমন্বয়ক ফখরুল ইসলাম রাহাত ও সদস্য সুলতানা আক্তার রাহি প্রমুখ।

এছাড়া মানববন্ধনে সংহতি প্রকাশ করেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক যতন মজুমদার, ফেনী প্রেসক্লাব একাংশের সাবেক সাধারণ সম্পাদক এন এন জীবন, অ্যাডভোকেট মিজানুর রহমান সেলিম, শিল্পতীর্থ সম্পাদক হুমায়ুন মজুমদার, আবৃত্তি শিল্পী মনিকা রায়, চারুশিল্পী সুনীল দেবনাথ, ফেনী সাইক্লিষ্ট।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।