ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে সাপের ছোবলে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
পলাশবাড়ীতে সাপের ছোবলে যুবকের মৃত্যু প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে সাপের ছোবলে হাবিবুর রহমান (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাবিবুর উপজেলার হোসেনপুর ইউনিয়নের কয়ারপাড়া গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার (৯ অক্টোবর) রাতে নিজ ঘরে ঘুমিয়েছিলেন হাবিবুর। এসময় বন্যার পানিতে ভেসে আসা একটি সাপ ঘরে ঢুকে হাবিবুরকে ছোবল দেয়। টের পেয়ে চিৎকার করলে স্বজনরা তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

হোসেনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তৌফিকুল আমিন মণ্ডল টিটু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।