ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর অনুদান পেলেন বাগেরহাটের ৫২ সাংবাদিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
প্রধানমন্ত্রীর অনুদান পেলেন বাগেরহাটের ৫২ সাংবাদিক সাংবাদিকের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: প্রধানমন্ত্রীর করোনাকালীন বিশেষ তহবিল থেকে অনুদানের চেক পেলেন বাগেরহাটের ৫২ জন সাংবাদিক।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের হাতে চেক তুলে দেওয়া হয়।

 

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তথ্য মন্ত্রণালযের যুগ্ম সচিব (প্রেস) এস এম মাহফুজুল হক।  

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) পংকজ চন্দ্র রায়, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা মো. ফিরোজুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এমডি মোজাফ্ফর হোসেন, সাংবাদিক অধ্যাপক এবিএম মোশাররফ হোসেন, আহাদ উদ্দিন হায়দার, সমীর বরণ পাইক প্রমুখ।  

ডিসি মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাগেরেহাট জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে ৫২ জন সাংবাদিকের প্রত্যেককে হাতে ১০ হাজার টাকার চেক দেওয়া হয়।  

এর আগেও প্রধানমন্ত্রীর অনুদানের চেক পেয়েছেন বাগেরহাটের ২৩ জন সাংবাদিক।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।