ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ৯ দফা দাবিতে গণ-অবস্থান 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ৯ দফা দাবিতে গণ-অবস্থান  ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ৯ দফা দাবিতে গণ-অবস্থান 

ঢাকা: ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ৯ দফা দাবিতে গণ-অবস্থান কর্মসূচি শুরু হয়েছে।  

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু হয়।

অবস্থান কর্মসূচির শুরুতেই নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্নস্থানে ধর্ষণ বিরোধী আন্দোলনে পুলিশবাহিনী এবং সরকারি দলের ছাত্র সংগঠনের হামলার তীব্র নিন্দা জানানো হয়।

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনের লাগাতার ষষ্ঠতম দিন আজ অতিক্রম করছে।

অবস্থান কর্মসূচি থেকে বক্তারা বলেন, এখনো ধর্ষণ ও নিপীড়ন চলছে স্বাধীন বাংলাদেশে। যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মা বোনকে ধর্ষণ করতো, ঠিক একইভাবে স্বাধীন দেশেও ধর্ষণ চলছে। তাই ধর্ষণের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।  

অবস্থান কর্মসূচিতে আন্দোলনকারীদের ধর্ষণ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
আরকেআর/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।