ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ধর্ষকপোষা রাজনীতি অবিলম্বে বন্ধ করতে হবে: সুজন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
ধর্ষকপোষা রাজনীতি অবিলম্বে বন্ধ করতে হবে: সুজন

ঢাকা বিশ্ববিদ্যালয়: ক্ষমতার প্রশ্রয়ে ধর্ষণ ও নারী নির্যাতনের অবসান ক্ষমতাসীনদেরই ঘটানোর দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। একই সঙ্গে ধর্ষকপোষা রাজনীতি অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে তারা।

শনিবার (১০ অক্টোবর) জাতীয় জাদুঘরের সামনে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সুজনের কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, বিকশিত নারী নেটওয়ার্ক এর সভাপতি অ্যাডভোকেট রাশিদা আক্তার শেলী, ঢাকা মহানগর সুজনের সম্পাদক মো. জুবায়েরুল হক নাহিদ, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম এর সম্পাদক নাছিমা আক্তার জলি প্রমুখ।

সুজনের দাবিগুলো হলো-ধর্ষণসহ সব ধরনের নারী নির্যাতন প্রতিরোধে রাষ্ট্র কর্তৃক যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ, প্রতিটি নারী নির্যাতনের যথোপযুক্ত তদন্তপূর্বক দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, ধর্ষকসহ নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ ও বিচার নিশ্চিত করা, ধর্ষক-নিপীড়ক-নির্যাতনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, ক্ষমতার প্রশ্রয়ে ধর্ষণ ও নারী নির্যাতনের অবসান ক্ষমতাসীনদেরই ঘটাতে হবে, ধর্ষকপোষা রাজনীতি অবিলম্বে বন্ধ করা, রাষ্ট্র সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক অধিকারের যথাযথ বাস্তবায়ন করা, প্রাথমিক স্তর থেকেই শিক্ষা পাঠোক্রমে মানবাধিকার ও নৈতিক শিক্ষাকে অন্তর্ভুক্ত করা।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
এসকেবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।