ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে যুবক শ্রীঘরে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে যুবক শ্রীঘরে

খুলনা: খুলনায় এক গৃহবধূকে ধর্ষণের পর ভিডিও ইন্টারনেটে ছেড়েছিল মোস্তাক মিস্ত্রী (২২) নামের এক যুবক।  

এ অভিযোগে ওই গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় অভিযুক্ত মোস্তাককে গ্রেফতার করে শনিবার (১০ অক্টোবর) দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

আটক মোস্তাক পাইকগাছা উপজেলার গদাইপুরের চেঁচুয়া গ্রামের ফজলু মিস্ত্রীর ছেলে।

মামলা এজাহার সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার চেঁচুয়া গ্রামের এক গৃহবধূকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মোস্তাক বিভিন্ন সময়ে আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছিলেন। এক পর্যায়ে মোস্তাক ওই গৃহবধূকে ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণ করে। পরবর্তীতে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ওই গৃহবধূ বাদী হয়ে গত ১০ জুন মোস্তাকের বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯ (৩) তৎসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

পাইকগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজ শফী বাংলানিউজকে বলেন, উন্নত প্রযুক্তির সহযোগিতায় মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) এস এম পলাশ হোসেন আসামি মোস্তাককে নড়াইল জেলার লোহাগড়া থানা এলাকা থেকে গ্রেফতার করে। দুপুরে তাকে পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।