ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
হাতীবান্ধায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার  প্রতীকী ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় নিখোঁজ হওয়ার চারদিন পর তিস্তার চরাঞ্চল থেকে শহিদুল ইসলাম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের তালেব মোড় এলাকায় তিস্তা নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

শহিদুল একই উপজেলার দালালপাড়া এলাকার আব্দুস ছাত্তারের ছেলে।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বাংলানিউজকে জানান, বিকেলে তিস্তা নদীর চরে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে মরদেহটি শহিদুলের শনাক্ত করে তার পরিবারের লোকজন। গত ৬ অক্টোবর বাড়ি থেকে বের হয়ে শহিদুল নিখোঁজ হন বলে জানায় তার স্বজনরা। শহিদুল বিভিন্ন রোগে ভুগছিলেন বলেও জানান তারা।  

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি রোববার (১১ অক্টোবর) লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন দেখে মৃত্যুর প্রকৃত কারণ জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময় ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।