ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বান্দরবানে জেএসএস নেতাকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
বান্দরবানে জেএসএস নেতাকে গুলি করে হত্যা

বান্দরবান: বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এক নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার জামছড়ি বাজারে এ ঘটনা ঘটে।

মৃত ওই নেতার নাম বাচমং মারমা (৩৬)। তিনি আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘমারা শাখার নেতা ছিলেন। এছাড়া তিনি বাঘমারা বাজারে পল্লী চিকিৎসক হিসেবে কাজ করতেন।

সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী জামছড়ি বাজারে এসে বাচমং মারমার দোকানে ঢুকে গুলি করে তাকে হত্যা করে। এ ঘটনার পর পরই ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা পরিদর্শনে যান।

এদিকে, ঘটনার পর জামছড়ি বাজার এবং পাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আতঙ্কে জামছড়ি বাজারের ব্যবসায়ারী দোকান-পাট বন্ধ করে দিয়েছে।  

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সোহাগ রানা বাংলানিউজেক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রওনা দিয়েছি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।