ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মুক্তিযুদ্ধ মঞ্চের অবস্থান কর্মসূচি প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
মুক্তিযুদ্ধ মঞ্চের অবস্থান কর্মসূচি প্রত্যাহার মুক্তিযুদ্ধ মঞ্চের অবস্থান কর্মসূচি, ছবি: ডিএইচ বাদল

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে দেওয়া শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে মিছিলসহ শাহবাগের মূল সড়কে অবস্থান গ্রহণ করে মুক্তিযুদ্ধ মঞ্চ।

মুক্তিযুদ্ধ মঞ্চের সড়কে অবস্থান করার ফলে চারপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ পথে চলাচলকারী মানুষের চরম ভোগান্তি লক্ষ্য করা যায়।

মুক্তিযুদ্ধ মঞ্চের অবস্থান কর্মসূচি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি করা হয়। একইসঙ্গে অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও জানানো হয়।

অবস্থান কর্মসূচি প্রত্যাহার শেষে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলানিউজকে বলেন, জনদুর্ভোগের কথা ভেবে আমরা আমাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করছি।

পরবর্তীকালে আর কোনো কর্মসূচি রয়েছে কি-না, জানতে চাইলে তিনি বলেন, কর্মসূচি গ্রহণ করা হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
আরকেআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।