ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা আটক বালু ব্যবসায়ী মনির উদ্দিন সরদার

খুলনা: খুলনার পাইকগাছার কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে মনির উদ্দিন সরদার (৬০) নামে এক বালু ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি উপজেলার রাড়ুলী গ্রামের বাসিন্দা।

শনিবার (১০ অক্টোবর) দিনগত রাত ৯টার দিকে পাইকগাছার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাতুল আলম এ জরিমানা করেন।

আরাফাতুল আলম বাংলানিউজকে বলেন, ড্রেজার মেশিন দিয়ে হরিঢালী ইউনিয়নের রহিমপুর সংলগ্ন কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন মনির। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখবে উপজেলা প্রশাসন।

এসময় পাইকগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ, পেশকার দীপঙ্কর প্রসাদ মল্লিক ও প্রতুল জোয়াদ্দার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।