ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু  সম্রাট

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সম্রাট ওরফে আকাশ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

শনিবার (১০ অক্টোবর) রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা রেলস্টেশনের কাছে ফার্মপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সম্রাট দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের নাসির উদ্দিনের ছেলে। তিনি তার মায়ের সঙ্গে শহরের ফার্মপাড়ায় ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সম্রাট সমবায় নিউ মার্কেটের একটি দোকানে কাজ করতেন। রাতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ফার্মপাড়া রেলগেটে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।  

চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রইস উদ্দিন শরীফ জানান, খুলনা থেকে চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। রেলওয়ে ফাঁড়ি পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করে।  

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।