ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু ছবি: প্রতীকী

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গা এলাকায় ট্রেনে কাটা পড়ে সজল রায় (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।  

রোববার (১১ অক্টোবর) সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সজল সদর উপজেলার মাঝিগাতী গ্রামের গুরুপদ রায়ের ছেলে। তিনি জনতা ব্যাংক সদর উপজেলার সাতপাড় শাখার ঋণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।  

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে গোবরা স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সজলের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে ওই কর্মকর্তা কিছু জানাতে পারেননি।

জনতা ব্যাংক সাতপাড় শাখার ম্যানেজার সমর রায় বাংলানিউজকে বলেন, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) ব্যক্তিগত কারণ দেখিয়ে ব্যাংকে অনুপস্থিত ছিলেন সজল। রোববার সকালে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যুর খবর জানতে পেরেছি।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।