ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে পিকনিকের বাস দুর্ঘটনায় নিহত ২

স্টাফ ও ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
কক্সবাজারে পিকনিকের বাস দুর্ঘটনায় নিহত ২ দুর্ঘটনা কবলিত বাস, ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজার সদরের ঈদগাঁও এলাকায় নোয়াখালীর চাটখিল থেকে আসা একটি পিকনিকের বাস দুর্ঘটনার কবলে পড়ে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

রোববার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামাবাদ ঈদগাঁও হাঁসের দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহত সবাই নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়ন ও আশেপাশের এলাকার বাসিন্দা।

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৪০ জন প্রাক্তন শিক্ষার্থী নিলাচল পরিবহনের একটি বাসে করে পিকনিকের উদ্দেশে কক্সবাজারে যাচ্ছিলেন। এসময় ঈদগাঁও হাঁসের দিঘী এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। এসময় আহত হন আরও অন্তত ২০ জন। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

ওই বাসের যাত্রী চাটখিলের সমপাড়া কলেজের শিক্ষার্থী তারেক আজিজ জানান, নিলাচল পরিবহনের চালক ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালাচ্ছিলেন বলেই এ দুর্ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।