ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নিষেধ অমান্য করে ইলিশ ধরায় ভোলায় ২৫ জেলের কারাদণ্ড-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
নিষেধ অমান্য করে ইলিশ ধরায় ভোলায় ২৫ জেলের কারাদণ্ড-জরিমানা নিষেধ অমান্য করে ইলিশ ধরায় ভোলায় আটক জেলেরা

ভোলা: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ভোলায় ১৫ জন জেলেকে কারাদণ্ড ও ১০ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যায় পর্যন্ত অভিযানে আটক ২৫ জনকে এ সাজা দেওয়া হয়।

 

আটকদের মধ্যে জেলার বোরহানউদ্দিন থেকে চারজন, মনপুরা থেকে সাতজন, ভোলা সদর থেকে তিনজন ও চরফ্যাশন উপজেলা থেকে ১১ জন রয়েছেন।  

এদের মধ্যে ১৫ জনের এক বছর করে কারাদণ্ড ও ১০ জনের জরিমানা আদায় করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আজাহারুল ইসলাম বাংলানিউজকে জানান, ইলিশ রক্ষায় ভোলার মেঘনা তেতুলিয়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যান্ত জেলায় ১৪টি টহল দলের 
অভিযানে ২৫ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ১৫ জনের কারাদণ্ড ও ১০ জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরায় নিশেধাজ্ঞা জারি করেছে সরকার।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।