ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মাধবপুরে পঙ্গু ব্যক্তিকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
মাধবপুরে পঙ্গু ব্যক্তিকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১ 

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় রাষ্ট্র মিয়া (৪৫) নামে এক পঙ্গু ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে নয়টায় মাধবপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।



গ্রেফতার ব্যক্তির নাম লিটন পাটান (৩৫)। তিনি দক্ষিণ মাধবপুর গ্রামের আন্নর আলীর ছেলে। নিহত রাষ্ট্র মিয়াও একই গ্রামের বাসিন্দা।  

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, বুধবার (১৪ অক্টোবর) দিনগত রাতে রাষ্ট্র মিয়াকে তার নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে রাতেই পুলিশ মরদেহটি উদ্ধারের পর মর্গে পাঠিয়েছে। তার শরীরে প্রায় ৩০টি কোপের চিহ্ন ছিল।  

ওসি আরও জানান, নিহত রাষ্ট্র মিয়াসহ তারা আট ভাই। সবাই বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং একাধিক মামলার আসামি। তাদের আচরণে এলাকাবাসী অতিষ্ঠ ছিলেন।
রাষ্ট্র মিয়া পঙ্গু অবস্থায় চলাফেরা করতে কষ্ট হলেও এলাকার লোকজনকে অত্যাচার করতেন। যে কারণে কয়েকটি গ্রামের লোকজন জড়ো হয়ে রাষ্ট্র মিয়ার বাড়িতে হামলা করে।
তখন তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।  

এ নিয়ে পুলিশের তদন্ত চলছে বলেও তিনি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।