ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বান্দরবানে সাবেক ইউপি মেম্বারকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
বান্দরবানে সাবেক ইউপি মেম্বারকে গুলি করে হত্যা

বান্দরবান: বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএস এস) সংস্কার গ্রুপের সমর্থক ও সাবেক ইউপি মেম্বার চাউপ্রু মার্মাকে ( ৫০) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।



সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নতুন পাড়া বৌদ্ধ বিহার এলাকায় একটি সন্ত্রাসী দল এসে রোয়াংছড়ি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার চাউপ্রু মার্মাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।  

এ দিকে ঘটনার পরপরই ওই এলাকায় আতংক বিরাজ করছে।  

বান্দরবানের রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ কবির জানান, ঘটনার সংবাদ পাওয়া মাত্রই রোয়াংছড়ি থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে।  
ওসি আরও জানান, কারা কিভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি তবে, ঘটনার কারণ ও ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ০২৫৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।