ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সংসদ চত্বরে বৃক্ষরোপণ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
সংসদ চত্বরে বৃক্ষরোপণ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা:  বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ১ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন চত্বরে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চারা রোপণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়া বৃক্ষরোপণ করেন বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান, নুরুন্নবী চৌধুরী এমপি, মনজুর হোসেন এমপি, পংকজ নাথ এমপি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

বৃক্ষরোপণ শেষে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, প্রধানমন্ত্রী মুজিববর্ষে ১ কোটি গাছের চারারোপণের যে কর্মসূচি গ্রহণ করেছেন। সেই কর্মসূচির অংশ হিসেবে প্রত্যেক সংসদ সদস্য কর্তৃক গাছ লাগানো হচ্ছে। এটি সব মানুষের জন্য অনুপ্রেরণা হতে পারে। বর্তমানে সারাবিশ্বে যে উষ্ণায়ন এর সৃষ্টি হচ্ছে বাংলাদেশও এর বাইরে নয়।  

তিনি প্রধানমন্ত্রীকে এ মহতী উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও পিডব্লিউডির সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।
                         
বাংলাদেশ সময়: ০৬২৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।