ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ১ আটক মো. ফারুক হোসেন

কুমিল্লা: কুমিল্লায় পাঁচ হাজার পিস ইয়াবাসহ মো. ফারুক হোসেন (৪০) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ফারুক ঢাকার সাভার মডেল থানার আমিন বাজার বরদেশী গ্রামের মৃত হাতেম হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য কেনাবেচা ও সরবরাহ করে আসছিলেন ফারুক। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।