ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

অনলাইনে উগ্রবাদী প্রচারণার দায়ে আটক ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
অনলাইনে উগ্রবাদী প্রচারণার দায়ে আটক ৭

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অনলাইনে উগ্রবাদী ও রাষ্ট্রদ্রোহী প্রচারণার দায়ে সাতজনকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

আটকরা হলেন- সোহেল (২৯), নুর মোহাম্মদ ওরফে অরুন ওরফে নুর (৩০), ইব্রাহিম খলি উল্লাহ (২১), অর্ণব হাসান (২১), সাইফুর রহমান (৩০), নূর মোহাম্মদ শাকিল (২৬) ও সোহেল রানা ওরফে সাইদুল ইসলাম সোহেল ওরফে সোহেল (২৬)।

শুক্রবার (১৬ অক্টোবর) তাদের আটকের বিষয়টি জানান এটিইউর পরিদর্শক হারুন অর রশিদ।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অনলাইন সম্মেলনের প্রচারপত্র বিলিকালে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের ৬ সদস্য এবং আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে আটক করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, অনলাইন সম্মেলনের পোস্টার ও উগ্রবাদী বিভিন্ন কন্টেন্ট উদ্ধার করা হয়। তারা খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।