ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শীতলক্ষ্যায় জাহাজে শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
শীতলক্ষ্যায় জাহাজে শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী জাহাজে দুই গ্রুপের শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের নাম টিটন সরদার। আহতরা হলেন জাহাজের মাস্টার তাইজুল ও বাবুর্চি মোশারফ।

পুলিশ ও আহতরা জানায়, শুক্রবার বিকেলে বন্দর মাহমুদনগর এলাকায় শীতলক্ষ্যা নদীতে এমভি নিউটেক-৪ পণ্যবাহী জাহাজে শ্রমিক সর্দার টিটনের সঙ্গে দুপুর খাবার নিয়ে বাবুর্চি মোশারফের ঝগড়া হয়। এর জের ধরে একপর্যায়ে শ্রমিকদের দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। জাহাজের স্টাফ সবুজ এ সময়ে টিটন সর্দারসহ জাহাজ মাস্টার তাইজুল ও বাবুর্চি মোশারফকে ছুরি দিয়ে জখম করে পালিয়ে যায়। পরে আহতাবস্থায় তিনজনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টিটন সর্দারকে মৃত ঘোষণা করেন।  

এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন আহমেদ জানিয়েছেন, নৌ পুলিশকে খবর দেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আসামিকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।