ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কেএমপির ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
কেএমপির ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ

খুলনা: খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে মহানগরীর ২৯নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার নারীদের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও উপস্থিত ছিলেন।

অনুরূপভাবে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে নিয়ন্ত্রণাধীন ৮টি থানায় ৫২টি বিটে নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন-নিপীড়ন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, অক্টোবর ১৭ , ২০২০
এমআরএম/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।