ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

করোনা আক্রান্তদের উপহার দিলেন ঢাকার মালয়েশিয়ান নাগরিকরা 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২০
করোনা আক্রান্তদের উপহার দিলেন ঢাকার মালয়েশিয়ান নাগরিকরা 

ঢাকা: করোনা আক্রান্তদের ত্রাণ উপহার দিয়েছেন ঢাকার মালয়েশিয়ান নাগরিকরা। শুক্রবার (২৩ অক্টোবর) করোনা আক্রান্ত একশো পরিবারকে এই ত্রাণ উপহার দেওয়া হয়।

ঢাকার মালয়েশিয়ার হাইকমিশন জানায়, শুক্রবার অবিন্তা কবির ফাউন্ডেশনে আয়োজিত এক অনুষ্ঠানে করোনা আক্রান্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এসময় ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার আমির ফরিদ আবু হাসান, মালয়েশিয়ান উদ্যোক্তা দাতো শিরিন বন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে করোনা আক্রান্ত একশো পরিবারকে খাদ্যসামগ্রী, ৫টি রিকশা, ২টি শেলাই মেশিন, ২ জন শিক্ষার্থীকে স্কলারশিপ, অবিন্তা কবিরের ৯০ শিক্ষার্থীকে টিফিন বক্স উপহার দেওয়া হয়।

বাংলাদেশে অবস্থান করা মালয়েশিয়ানরা করোনা আক্রান্তদের জন্য ৩ লাখ ২৮ হাজার ৩৭ টাকা সংগ্রহ করে। সেই টাকা থেকে এই উপহার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২০
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।