ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক ব্যারিস্টার রফিক-উল হক-প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম

ঢাকা: সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। শনিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ শোক জানান।



তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ব্যারিস্টার রফিক-উল হক এ দেশের আইন অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠাসহ বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তি রক্ষায় তার অনবদ্য অবদান জাতি দীর্ঘকাল স্মরণে রাখবে। আইন পেশায় সাহসী ও দৃপ্ত পদচারণার পাশাপাশি সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে তিনি ছিলেন সমান অনুরাগী। তার মতো প্রাজ্ঞ আইনজীবীর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।

এর আগে এ দিন সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার রফিক-উল হক শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।