ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
বরিশালে অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক  ফাইল ছবি

বরিশাল: বৈরী আবহাওয়ার কারণে একদিন বন্ধ থাকার পরে বরিশালের অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে স্বাভাবিক নিয়মে লঞ্চ চলাচল করছে।

 

নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো. কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈরী আবহাওয়া ও নদীবন্দর সমূহে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করায় বরিশালের অভ্যন্তরীণ সব নৌরুটে শুকবার (২৩ অক্টোবর) সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।  আবহাওয়ার উন্নতি ঘটায় শনিবার সকাল থেকে আবারও লঞ্চ চলাচল শুরু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।