ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

‘ব্যারিস্টার রফিক-উল হক বেঁচে থাকবেন তার কর্মের মধ্যে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
‘ব্যারিস্টার রফিক-উল হক বেঁচে থাকবেন তার কর্মের মধ্যে’ ব্যারিস্টার রফিক-উল হক

ঢাকা: সাবেক অ্যাটর্নি জেনারেল ও খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (জুলা)।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক মাতুব্বর ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার শিহাব উদ্দিন খান এক শোক বার্তায় বলেন, ব্যারিস্টার রফিক-উল হক এর শূন্যতা পূরণ হওয়ার নয়।

তিনি বেঁচে থাকবেন তার কর্মের মধ্যে।  

সংগঠনটির দফতর সম্পাদক অ্যাডভোকেট খাদেমুল ইসলাম এই শোকবার্তা পাঠান।

শোকবার্তায় নেতারা বলেন, ব্যারিস্টার রফিক-উল হক ছিলেন সর্বজন শ্রদ্ধেয় একজন আইনজীবী। তিনি শুধু সাবেক অ্যাটর্নি জেনারেলই ছিলেন না, গণতন্ত্র, আইনের শাসন ও বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে সারা জীবন কাজ করে গেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাই।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০ 
কেআই/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।