ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রফিক-উল হক আইন অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: অর্থমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
রফিক-উল হক আইন অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: অর্থমন্ত্রী ব্যারিস্টার রফিক-উল হক ও আ হ ম মুস্তফা কামাল

ঢাকা: প্রবীণ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হককে বাংলাদেশের আইন অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শনিবার (২৪ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন অর্থমন্ত্রী।

প্রবীণ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মুস্তফা কামাল বলেন, ব্যারিস্টার রফিক-উল হক বাংলাদেশের আইন অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি দেশের একজন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ আইনজীবী হিসেবে আজীবন সততা, দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে গেছেন। নিজ কর্মগুণেই এই বিজ্ঞ আইনজীবী দেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক (৮৫) শনিবার সকালে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বাংলাদেশের সময়: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।