ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ৬০ কেজি গাঁজাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
বগুড়ায় ৬০ কেজি গাঁজাসহ আটক ৩ ৬০ কেজি গাঁজাসহ আটক ৩

বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলায় বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইসুজু ট্রপার জিপ (ঢাকা মেট্রো ঘ-১১-৩৩৫৬) জব্দ করেছে পুলিশ।

আটকরা হলেন— কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার অলি উদ্দিনের ছেলে আলমগীর (২৮), টাংগাইল জেলার কালিহাতি উপজেলার আব্দুর রশিদের ছেলে আব্দুর রহিম (৩০) এবং বরিশাল জেলার বানারিপাড়া উপজেলার ইলিয়াস হোসেনের ছেলে রিপন (৫২)।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা থেকে গাঁজা বহনকারী একটি জিপ নওগাঁর বদলগাছি যাচ্ছে, গোপন সূত্রে এমন খবর পেয়ে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার নির্দেশনায় আদমদীঘি সার্কেলের এএসপি কেএম এরশাদের নেতৃত্বে অফিসার ইনচার্জসহ থানার একদল পুলিশ উপজেলার আদমদীঘি বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। জিপটি এলে সেটিকে চ্যালেঞ্জ করা হয়। সেই সঙ্গে তল্লাশি করে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এএসপি কেএম এরশাদ বাংলানিউজকে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া, এ মাদক চালানের মূলহোতাকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
কেইউএ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।