ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে জুতা তৈরি কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
গাজীপুরে জুতা তৈরি কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা বাজার এলাকার জুতা তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, শ্রীপুর উপজেলার টেংরা বাজার এলাকায় রানার ফুটওয়্যার জুতা তৈরি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওয়েস্টেজ, নেমিনেটিং মেশিনসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

দু'টি টিন শেডের মধ্যে কারখানার লেমিনেশন ইউনিট ও ওয়েস্টেজ গুদাম পাশাপাশি অবস্থিত। প্রথমে ওয়েস্টেজ গুদামে আগুন লাগে। পরে পাশে লেমিনেশন ইউনিটে আগুন ছড়িয়ে পরে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।