ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ১৪ মাছ ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
যাত্রাবাড়ীতে ১৪ মাছ ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা  ছবি: বাংলানিউজ

ঢাকা: মাথায় জেলি যুক্ত চিংড়ি বিক্রি করার দায়ে রাজধানীর যাত্রাবাড়ী মাছের আড়তের ১৪ ব্যবসায়ীকে পাঁচ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রামমাণ আদালত।  

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওই আড়তে অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১০ এর সহযোগিতায় অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ।

র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অ্যাডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান বাংলানিউজকে জানান, মঙ্গলবার যাত্রাবাড়ী মাছের আড়তে মানব দেহের জন্য ক্ষতিকর রাসায়ানিক জেলি যুক্ত চিংড়ি বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১৪ মাছ ব্যবসায়ীকে নগদ পাঁচ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন। অভিযান শেষে দুই হাজার ২৮০ কেজি জেলি চিংড়ি বিনষ্ট করা হয়েছে।

জরিমানাপ্রাপ্ত ১৪ মাছ ব্যবসায়ী হলেন- আলী আহমদ (৫০ হাজার), আবুল কালাম শেখ- (৫০ হাজার); শামীম (৫০ হাজার); সেলিম (৫০ হাজার); মতিউর রহমান (৫০ হাজার); রফিকুল ইসলাম (৫০ হাজার); ইমরান হোসেন (৫০ হাজার); শাহিন (৫০ হাজার); শেখ আলমগীর কবির (৪০ হাজার); মাসুদ আলম মোল্লা (৪০ হাজার), বোরহান শেখ (৪০ হাজার), ফিরোজ (২০ হাজার); মো. ফিরোজ (২০ হাজার); মো. মনির হোসেন (২০ হাজার) ও মো. কলুছ (হাজার)।

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
এমএমআই/ এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ