ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পড়ার চাপে নিরুদ্দেশ হওয়া শিক্ষার্থীদের খুঁজে আনল পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
পড়ার চাপে নিরুদ্দেশ হওয়া শিক্ষার্থীদের খুঁজে আনল পুলিশ

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার একটি মাদ্রাসা থেকে নিরুদ্দেশ হয়ে যাওয়া দুই শিক্ষার্থীকে খুঁজে বের করে এনেছে পুলিশ। পড়াশোনার অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে তারা পালানোর সিদ্ধান্ত নেয় বলে জানায় ওই দুই শিক্ষার্থী।

শায়েস্তাগঞ্জ থানা পুলিশ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ওই দুই শিক্ষার্থীকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করে। এরা হলো- বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের নুরুজ আলীর ছেলে মেহেদী হাসান (১১) ও শায়েস্তাগঞ্জ উপজেলার সাহাব উদ্দিনের ছেলে শিবলু মিয়া (১৩)।

স্থানীয় সূত্রে জানায়, মেহেদী হাসান ও শিবলু মিয়া শায়েস্তাগঞ্জের শ্রীরামপুর হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। গত ২৪ অক্টোবর বিকেলে তারা কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে বেরিয়ে গিয়ে আর ফিরেনি। পরদিন নিখোঁজ দুই ছাত্রের পরিবারের পক্ষ থেকে শায়েস্তাগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়।

পুলিশ জানায়, পড়াশোনার অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে গত ২৪ অক্টোবর দুইটি শিশু মাদ্রাসা থেকে পালিয়ে ঢাকায় চলে যায়। এরপর সায়েদাবাদ বাস টার্মিনালে একটি সামাজিক সংগঠন তাদের পেয়ে পুলিশকে খবর দেয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ গিয়ে তাদের নিয়ে আসে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বাংলানিউজকে জানান, দুই শিক্ষার্থীর সঙ্গে আমি কথা বলেছি। তারা পড়াশোনার অতিরিক্ত চাপ নিতে না পেরে পালানোর সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে। আমরা দুই ছাত্রের পরিবারকে ডেকে তাদের হস্তান্তর করেছি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ