ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দৌলতখানে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
দৌলতখানে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ভোলা: ভোলার দৌলতখান উপজেলায় সড়ক দুর্ঘটনায় তানজিল (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এতে আহত হয়েছেন ১৫ জন।

 

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে দৌলতখান পৌরসভার গেট সংলগ্ন ভোলা-দৌলতখান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দু’জনকে বরিশাল ও বাকিদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বিকেলে একটি বাস ভোলার দিকে যাচ্ছিল। পথে পৌরসভার গেটের সামনের সড়কে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রকে বাসটি ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রেটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী তানজিলকে চাপা দিয়ে রাস্তার পাশে পড়ে যায়। বাসটিও দুমড়ে মুচড়ে যায়। এতে তানজিল ও বাসের ১৫ যাত্রী  আহত হন। এ অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে তানজিলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।  

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।