ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাকার দক্ষিণ কোরিয়া দূতাবাস সাময়িক বন্ধ ঘোষণা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
ঢাকার দক্ষিণ কোরিয়া দূতাবাস সাময়িক বন্ধ ঘোষণা দক্ষিণ কোরিয়ার পতাকা

ঢাকা: ঢাকার দক্ষিণ কোরিয়া দূতাবাস সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) দূতাবাসের একজন কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়।

কোরিয়া দূতাবাস এক নোটিশে জানায়, শুক্রবার দূতাবাসের একজন কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সে কারণে দূতাবাসের কর্মীদের প্রয়োজনীয় সুরক্ষার লক্ষ্যে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত দূতাবাস সাময়িকভাবে বন্ধ থাকবে।

এতে আরও জানানো হয়, দূতাবাস বন্ধ থাকলেও কোনো জরুরি প্রয়োজনে ই-মেইলে যোগাযোগ করা যাবে। ই-মেইল ([email protected])।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।