ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় বীর মুক্তিযোদ্ধা হারিছ উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
পাকুন্দিয়ায় বীর মুক্তিযোদ্ধা হারিছ উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন মুক্তিযোদ্ধা মো. হারিছ উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার শ্রীরামদী এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. হারিছ উদ্দিন (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২২ নভেম্বর) বিকেলে নিজ বাড়িতে তার জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

 

এর আগে, মো. হারিছ উদ্দিন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়।

সকাল সাড়ে ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মো. হারিছ উদ্দিনের মৃত্যুতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাসহ রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।