ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মুকসুদপু‌রে দু’পক্ষের সংঘ‌র্ষে নিহত ১, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
মুকসুদপু‌রে দু’পক্ষের সংঘ‌র্ষে নিহত ১, আহত ২০ ছবি: বাংলানিউজ

গোপালগ‌ঞ্জ: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগ‌ঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়ন পরিষদের (ইউ‌পি) বর্তমান ও সাবেক চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষে কালাম শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন উভয়পক্ষের কর্মপক্ষে ২০ জন।

 

সোমবার (২৩ নভেম্বর) সকালে ওই ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কালাম ইউনিয়নের রাঘদী গ্রামের মৃত জলিল শেখের ছেলে। আহতদের নাম জানা যায়নি।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বাংলানিউজকে বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রাঘদী ইউপির বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুলের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে দু’পক্ষের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষ বাঁধে। ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের ২১ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ওসি আবু বকর মিয়া আরও বলেন, আহতদের মধ্যে কালাম শেখকে আশঙ্কাজনভাবে মাদারীপুর জেলার রাজৈর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া আহত ২০ জনের মধ্যে গুরুতর আহোবস্থায় আট জনকে রাজৈর হাসপাতাল ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।