ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে আবাদি জমিতে খাল খননের প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
ঝিনাইদহে আবাদি জমিতে খাল খননের প্রতিবাদে মানববন্ধন ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহে আবাদি জমিতে খাল খননের সিন্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা।

সোমবার (২৩ নভেম্বর) সকালে জেলা সদর উপজেলার হামদরডাঙ্গা গ্রামের মাঠে এ কর্মসূচির অনুষ্ঠিত হয়।

 এতে ব্যানার, ফেস্টুন নিয়ে বাগডাঙ্গা, নাচনা, সুরাট, বদনপুর ও হামদরডাঙ্গা গ্রামের শত শত কৃষক-কৃষাণীরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন- কৃষক নজরুল ইসলাম, মাহবুবুর রহমান, আমিনুর ইসলাম, আব্দুল আজিজ মণ্ডল, জমির হোসেনসহ অনেকেই।

তারা বলেন, ওই পাঁচ গ্রামের মধ্যে অবস্থিত মাঠে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএনডিসি) খাল খননের সিন্ধান্ত নিয়েছে। খাল খনন করা হলে আবাদি জমি নষ্ট হবে। জমি হারিয়ে নিঃস্ব হবে গরিব কৃষক। তাই খাল খনন না করার দাবি আমাদের।

মানববন্ধন শেষে তারা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।