ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ধর্ষণের বিচারের দাবিতে পোশাক শ্রমিকের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
ধর্ষণের বিচারের দাবিতে পোশাক শ্রমিকের মানববন্ধন ধর্ষণের বিচারের দাবিতে পোশাক শ্রমিকের মানববন্ধন

ঢাকা: দিনাজপুরের সোনাপুকুর ফকিরপাড়ার মো. নুরুল ইসলামের পুত্র দুলাল মিয়ার (৬০) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মানববন্ধন করেছেন এক পোশাক শ্রমিক।

সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী মানববন্ধনে এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘আমার বাসা নীলফামারীর সৈয়দপু‌রে। আমি পোশাক কারখানায় চাকরি করি। অফিসে যাওয়া-আসার সময় দুলাল মিয়া প্রায়ই আমাকে ডিস্টার্ব করতেন। আমি বাধা দিলে তিনি আমাকে তার গাড়িতে করে তুলে নিয়ে গিয়ে একটি গোডাউনে হাশেম ড্রাইভার, বুলু এবং আরও অনেকেই ছিল যাদের নাম আমি জানি না, তারা সবাই আমাকে ধর্ষণ করে। সারারাত আমার ওপর নির্যাতন করার পর, সকালে আমার বাড়ির সামনের রাস্তায় তারা আমাকে ফেলে চলে যায়। ’

তিনি বলেন, ‘পরবর্তীকালে আমি সৈয়দপুর থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়ের করার পর বাসায় যাওয়ার পথে তারা আবার আমাকে তুলে নিয়ে যায় এবং ধর্ষণ করে এবং আমার ছবি তোলে। পরে তারা আমাকে বারবার হুমকি দিয়েছে, ওই ছবিগুলো তারা ইন্টারনেটে ছড়িয়ে দেবে। আমার দায়ের করা মামলা তুলে নেওয়ার জন্য নানারকম ভয়-ভীতি ও হুমকি দিচ্ছে। ’

ভুক্তভোগী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, ‘আপনি একজন নারী। আমার বিষয়টা একটু বিবেচনা করবেন। ’

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
এমএমআই/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।