ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ডিসি-ইউএনও অফিসের ১০ কর্মচারীর পদোন্নতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
ডিসি-ইউএনও অফিসের ১০ কর্মচারীর পদোন্নতি

ঢাকা: জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে কর্মরত ১০ জন কর্মচারীকে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি দিয়ে সোমবার (২৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
 
এই ১০ জন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিস সুপারিনটেনডেন্ট, সিএ (কনফিডেন্সিয়াল অ্যাসিসট্যান্ট) কাম-উচ্চমান সহকারী, ট্রেজারি হিসাবরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পদোন্নতির পর তাদের পদায়নও করা হয়েছে।
 
আগের বেতন স্কেল অনুযায়ী সুপারিনটেনডেন্ট, সিএ (কনফিডেন্সিয়াল অ্যাসিস্টেন্ট) কাম-উচ্চমান সহকারী, ট্রেজারি হিসাবরক্ষক- পদগুলো তৃতীয় শ্রেণির কর্মচারীর।
 
প্রশাসনিক কর্মকর্তার পদের স্কেল ১২ হাজার ৫শ টাকা থেকে শুরু হয়ে ৩০ হাজার ২৩০ পর্যন্ত।
 
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।