ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-চীন সম্পর্ক স্মরণীয় করতে রক্তদান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
বাংলাদেশ-চীন সম্পর্ক স্মরণীয় করতে রক্তদান কর্মসূচি

ঢাকা: বাংলাদেশ ও চীনের ৪৫ বছরের কূটনৈতিক সম্পর্ক স্মরণীয় করতে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেন্টার লিমিটেডের (সিবিএফসিএল) উদ্যোগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এ রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের সহ-সভাপতি চীনের নাগরিক গুয় পেই লিন পিটার। এ সময় আরও সিবিএফসিএলের বাণিজ্য ও শিল্প সংক্রান্ত পরিচালক হান্নান খান, প্রচার ও প্রকাশনা বিষয়ক পরিচালক আবুল খায়ের চৌধুরী, প্রশাসনিক পরিচালক এম এন এইচ মুনিম, মানবসম্পদ এবং মানবাধিকার বিষয়ক পরিচালক সেলিম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ কাজ। করোনাকালীন সময়ে রক্তদান কর্মসূচি ব্যাহত হয়েছে। রক্তের অভাবে প্রতিদিন অনেক মানুষ মারা যায়। তাই আমাদের সবাইকে রক্তদানে উৎসাহিত হতে এবং অন্যকে উৎসাহিত করতে হবে। রক্তদানের মতো মহৎ কাজ করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হোক, এটাই চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের কাম্য।

সকালে শুরু হওয়া রক্তদান কর্মসূচি চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। রক্তদান কর্মসূচিতে স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতা করছেন কোয়ান্টাম ফাউন্ডেশন এবং সিবিএফসিএল স্বেচ্ছাসেবীরা।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।