ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ৩ টন পলিথিন শপিং ব্যাগ জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ৩ টন পলিথিন শপিং ব্যাগ জব্দ 

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাজার এলাকা থেকে নিষিদ্ধ তিন টন পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করে।

অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা।  

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন জানান, গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ভোগড়া বাজার এলাকায় সাতটি দোকান থেকে প্রায় তিন টন পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এছাড়া ওইসব দোকান মালিককে ৩৭ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।  

এসময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মমিন ভূঁইয়া, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০    
আরএস/এএ           

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।