ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে অটোরিকশায় আগুন, মা-মেয়ে অগ্নিদগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
কিশোরগঞ্জে অটোরিকশায় আগুন, মা-মেয়ে অগ্নিদগ্ধ প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে সিএনজি চালিত অটোরিকশায় আগুন লেগে মা ও মেয়ে অগ্নিদগ্ধ হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

অগ্নিদগ্ধরা হলেন-কটিয়াদী বাসস্টান্ড এলাকার প্রবাসী সাঈদুর রহমানের স্ত্রী লতিফা (৪৫) ও তার মেয়ে লিমা (২০)।  

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সঙ্গে অসুস্থ লতিফা মেয়েকে নিয়ে কটিয়াদী উপজেলা থেকে অটোরিকশায় করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। হাসপাতালের সামনে পৌঁছার পর হঠাৎ অটোরিকশাটিতে আগুন ধরে যায়। এ সময় চালক পালিয়ে যান। আগুনে লতিফা ও তার মেয়ে লিমার পা পুড়ে যায়। এছাড়া তাদের সঙ্গে থাকা অন্য দুই যাত্রীর বোরকা পুড়ে গেছে। পরে দগ্ধ মা-মেয়েকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করা হয়।  

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
এসআই
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।