ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় ২০৮ প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
মাগুরায় ২০৮ প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ

মাগুরা: মাগুরা জেলা পরিষদের উদ্যোগে জেলার মসজিদ, মন্দির, স্কুল-কলেজসহ মোট ২০৮টি প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের জন্য ৩ কোটি ২১ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদ মিলনায়নে জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হালিম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।  

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকুলে সর্বনিম্ম ১ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৩ লাখ হারে অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সুধীজন, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।