ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মুজিববর্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু লেকচার সিরিজ 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
মুজিববর্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু লেকচার সিরিজ 

ঢাকা:বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু লেকচার সিরিজ আয়োজন করা হচ্ছে।

সোমবার (৩০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়,  ১ ডিসেম্বর বিজয়ের মাসের প্রথম দিনে এ লেকচার সিরিজেরপ্রথম লেকচার অনুষ্ঠিত হবে।

 

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর পুরো সময় ধরে এ লেকচার সিরিজ অব্যাহত থাকবে এবং প্রতি মাসে কমপক্ষে একটি করে লেকচার অনুষ্ঠিত হবে।  

এটি দেশের পাশাপাশি বাংলদেশের বৈদেশিক মিশনের মাধ্যমেও অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।