ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে অনলাইনভিত্তিক ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতায় বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) পাঁচ জন বিজয়ী হয়েছেন। কুইজে অংশগ্রহণ করেন ৭৭ হাজার ৬৬১ জন প্রতিযোগী।
শুক্রবার (৪ ডিসেম্বর) জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, স্মার্টফোন বিজয়ী পাঁচজনসহ ১০০ জিবি মোবাইল ডাটা বিজয়ী ১০০ জনের ছবিযুক্ত নামের তালিকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির ওয়েবসাইট https://mujib100.gov.bd অথবা https://quiz.priyo.com থেকে জানা যাবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতার আজকের (শুক্রবার) প্রশ্ন:
১৯৩৭ সালে গোপালগঞ্জ মিশন স্কুলে ভর্তির পর শেখ মুজিবুর রহমানকে পড়ানোর জন্য গৃহশিক্ষক হিসেবে কাজী আবদুল হামিদকে রাখা হয়। তিনি গোপালগঞ্জে একটি সমিতি গঠন করেন, যার মাধ্যমে গরিব ছেলেদের সাহায্য করা হতো। এজন্য মুষ্টি ভিক্ষার চাল উঠানো হতো মুসলমান বাড়ি থেকে। প্রত্যেক রোববার থলি নিয়ে বাড়ি বাড়ি থেকে চাল উঠানো হতো। এ চাল বিক্রি করে গরিব ছেলেদের বই, পরীক্ষা ও অন্যান্য খরচ দেওয়া হতো। ঘুরে ঘুরে জায়গিরও ঠিক করে দিতেন কাজী আবদুল হামিদ। শেখ মুজিবকে অনেক কাজ করতে হতো তাঁর সঙ্গে। হঠাৎ যক্ষা রোগে আক্রান্ত হয়ে কাজী আবদুল হামিদ মারা গেলে ওই সেবা সমিতির ভার নেন শেখ মুজিব এবং অনেক দিন তিনি এটি পরিচালনা করেন।
প্রশ্ন: সেই সমিতির নাম কী?
১. মুসলিম সেবা সমিতি
২. স্বাধীনতা সংঘ
৩. টুঙ্গিপাড়া স্পোর্টস ক্লাব
৪. মুসলিম ক্লাব
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২০
টিএম/আরআইএস