সিরাজগঞ্জ: মাত্র দু’মাস আগে বিয়ে হয়েছিল আবু তাহের প্রামাণিক দম্পতির। নতুন জীবন শুরুর আগে নানা আসবাবপত্রে সাজিয়ে ছিলেন তাদের স্বপ্নের ঘর।
শুক্রবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম গুড়পীপুল ইউনিয়নের আরংগাইল গ্রামের এ ঘটনা ঘটনা।
কান্নাজড়িত কন্ঠে আবু তাহের প্রামাণিক বাংলানিউজকে বলেন, দুই মাস আগে বিয়ে করে সংসার শুরু করেছি। বিয়ের আগেই আমি বিভিন্ন আসবাবপত্র গড়ে ঘর সাজিয়েছিলাম। বিয়েতে সোনার গহনাসহ বিভিন্ন উপহার সামগ্রীও পেয়েছিলাম। কিন্তু সন্ধ্যার আগে হঠাৎ বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লেগে পুরো ঘর পুড়ে সব স্বপ্ন পুড়ে ছাই গেলো চোখের সামনেই।
দেশীগ্রাম গুড়পীপুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস কুদ্দুস সরকার বাংলানিউজকে বলেন, সবে মাত্র বিয়ে করেছেন তাহের। হঠাৎ আগুন লেগে তার দুইটা ঘর, আসবাবপত্রসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাই গেছে গেছে। নব দম্পতির এই ক্ষতি মেনে নেওয়া খুবই কষ্টকর।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২০
এসআরএস