ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

৯৯৯-এ কল, সেনবাগে যৌন নির্যাতনকারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
৯৯৯-এ কল, সেনবাগে যৌন নির্যাতনকারী গ্রেফতার জাতীয় জরুরি সেবার হটলাইন ৯৯৯

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে শিশু (১০) যৌন নির্যাতনের অভিযোগে জাতীয় জরুরি সেবার হটলাইন ৯৯৯-এ কল দিয়ে হারুন-উর-রশিদ হারুন (৩৮) নামে এক বখাটেকে পুলিশে ধরিয়ে দিল ভিকটিমের মা।

রোববার (১৩ ডিসেম্বর) সকালে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

 

গ্রেফতার হারুন সেনবাগের উত্তর সাহাপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি পেশায় চায়ের দোকানদার।

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে শিশুটি সাহাপুর স্টিল ব্রিজের পাশে হারুনের চায়ের দোকানে যায় সিঙ্গারা নেওয়ার জন্য। শিশুটিকে একা পেয়ে হারুন দোকানের ভেতরে নিয়ে যান। পরে দোকান বন্ধ করে তিনি শিশুটিকে যৌন নির্যাতন করেন। সে সময় শিশুটির চিৎকার দিলে পথচারী ও স্থানীয়রা এগিয়ে এসে দোকান খুলে শিশুটিকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিকেলে শিশুটির মা ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি জানালে অভিযান চালিয়ে হারুনকে গ্রেফতার করে সেনবাগ থানার পুলিশ।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বাংলানিউজকে জানান, রোববার সকালে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে সেনবাগ থানায় মামলা দায়ের করেছেন।  ওই মামলায় আটক বখাটে হারুনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।