ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন করায় অভিভাবকদের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন করায় অভিভাবকদের জরিমানা ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন করায় অভিভাবকদের জরিমানা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ের আয়োজন করায় বর-কনের অভিভাবকদের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।  

রোববার (১৩ ডিসেম্বর) রাতে শহরের একডালা পূণর্বাসন এলাকায় সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ’র নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

 

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, একডালা পুনর্বাসন এলাকায় বাল্যবিয়ের আয়োজন চলছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা হয়। এই বাল্যবিয়ের আয়োজন করায় বর ও কনের বাবাকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় বর-কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ০১৫৭ ঘন্টা, ১৪ ডিসেম্বর, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ