ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে মাথায় আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগে ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে সাংবাদিক এমদাদুল হক মন্টু বাদী হয়ে হামলার ঘটনায় মামলা দায়েরের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চেয়ারম্যান রোজেন গত শুক্রবার এসএম ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের দুইজন কর্মচারীকে মারধর করেন। খবর পেয়ে এসএম ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী ও প্রেসক্লাব সম্পাদক এমদাদুল হক মন্টু ঘটনাস্থলে পৌঁছলে রোজেন তার মাথায় কংক্রিটের ভারী খন্ড দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।  

এ ঘটনায় এমদাদুল হক মন্টু বাদী হয়ে রোববার (১৩ ডিসেম্বর) রাতে থানায় একটি মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করে পুলিশ।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আতিয়ার রহমান বাংলানিউজকে জানান, একজন সাংবাদিককে প্রাণনাশের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।